ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৩৫৫

এরকম জঘন্য কবিতা শুনিনি, সারাকে অক্ষয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৪ ২২ ডিসেম্বর ২০২০  

কবিতা আবৃত্তি করছেন সারা আলি খান। দাঁড়িয়ে তার মাথা চেপে ধরলেন অক্ষয় কুমার। অনেকেই ভেবেছিলেন, উঠতি তারকাকে প্রশংসায় ভরিয়ে দেবেন অভিজ্ঞ অভিনেতা। কিন্তু না! সারার মুখের কবিতাকে ‘বিদ্রোহী’ বললেন অক্ষয়।

 

কোনও ছবিতে কোনও দৃশ্যের বর্ণনা দেয়ার মতো শোনাচ্ছে, তাই না? না, এটা সত্যিই ঘটেছে।

 

মোঘল আমলের মুকুট পরে সম্রাটের সাজে তাজমহলের সামনে দাঁড়িয়েছিলেন অক্ষয়। তাকে দেখে কবিতা পাঠ করছিলেন সারা। তিনি বলেন, তাজমহল ওখানে, মিস্টার কুমার ওখানে।

 

ফলে সারার গোপন প্রতিভা সম্পর্কে জানতে পারেন অক্ষয়। এতে খুশি হওয়ার কথা ছিল খিলাড়ির। কিন্তু না! সাইফ কন্যার মাথায় হাত রেখে তিনি বলেন, এরকম জঘন্য কবিতা আমি এর আগে কখনও শুনিনি।

 

তবে সারাকে উৎসাহ দিতে ভুলেননি অক্ষয়। তাকে চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, একদিন নিশ্চয়ই ভালো কবিতা লিখবে তুমি। 

 

এ কথা শুনে হাসি ফেরে সারার মুখে। তার চোখেমুখেই তা ফুটে ওঠে। সেই মজার মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছেন তিনি। তাতেই ক্ষ্যান্ত হননি। ইনস্টাগ্রামে তা পোস্টও করেছেন।

 

আনন্দ এল রাইয়ের আসন্ন ছবি ‘আতরঙ্গি রে’ তে কাজ করছেন অক্ষয়-সারা। এর শুটিংয়ে আগ্রায় রয়েছেন তারা। তাজমহলের সামনে শুটিংয়ে এ মজার কাণ্ড করেন দুজন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর