ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৪২৯

করোনাকে জয় করলেন এমপি শহিদুজ্জামান সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৩ ২৪ মে ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। শনিবার নওগাঁ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার এর করোনার তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসে। এর মধ্যদিয়ে তিনি পুরোপুরি করোনামুক্ত হলেন। 

শহিদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ৩০শে এপ্রিল তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন শুক্রবার ১লা মে তাকে জানিয়ে দেয়া হয় তিনি করোনা পজিটিভ। এতদিন তিনি ন্যাম ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন।
বাসায় বসে চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা নিয়েছেন। এই আইন প্রণেতার বয়স ৬৫ বছর।