ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৪৬৯

করোনায় আরো ৩৭ জনের মৃত্যু: আক্রান্ত ২,৭৭২

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৬ ২৭ জুলাই ২০২০  

করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে ৩৭ জনের প্রাণ। এ নিয়ে করোনায় মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায়  আরও দুই হাজার ৭৭২ জনের শরীরে করোনা মিলেছে । মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৬ হাজার ২২৫।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৪৪টি নমুনা সংগ্রহ করা হয়।  পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৫৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি।  পরীক্ষায় করোনা মিলেছে দুই হাজার ৭৭২ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৬ হাজার ২২৫ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮০১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৫ হাজার ৬৮৩ জনে।

 যারা মারা গেছেন তাদের পুরুষ ২৬ জন, নারী ১১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ২৪ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রংপুর বিভাগের তিনজন, খুলনা বিভাগের দুইজন, বরিশাল বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন ছিলেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর