ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৪৬১

করোনায় সাবেক এমপি এটিএম আলমগীরের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:৪৫ ৪ আগস্ট ২০২০  

করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা এ টি এম আলমগীর মারা গেছেন। তিনি ওই আসনের ৯১-৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।

সোমবার রাত ৯টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ছোট ভাই কামাল হোসেন বুলু জানান, দুদিন  আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য  গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।  আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

তিনি জানান, মঙ্গলবার  সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে ঢাকার আল রশিদ ফাউন্ডেশন তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করবে।  

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর