ঢাকা, ১৯ অক্টোবর রোববার, ২০২৫ || ৪ কার্তিক ১৪৩২
good-food
৯৭৯

কুয়াশা পড়বে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৭ ২৩ নভেম্বর ২০১৯  

শনিবার দিবাগত মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শনিবার আবহাওয়া অধিদপ্তর  বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এতে আজ শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়,  মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।