ঢাকা, ২৩ নভেম্বর রোববার, ২০২৫ || ৯ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন: ঐশী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০১ ২৩ নভেম্বর ২০২৫  

গতকাল শনিবার রাতে গাজীপুরের শিমুলতলীতে কুটির শিল্প ও বাণিজ্য মেলায় একটি কনসার্টে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ কনাসর্টে দর্শক মাতান জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী।

তবে এরমধ্যে বিভিন্ন অনলাইন পোর্টালে সং বাদ আসে সংঘর্ষের একপর্যায়ে স্টেজে থাকা ঐশী ও তার দলের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। এছাড়া তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এ খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন ঐশী। তিনি জানান, কনসার্টটি সুন্দর ভাবে শেষ হওয়ার পর সেখানে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।

সময় ঐশীর সঙ্গে ছিলেন তার মা নাসিমা মান্নান। তিনি বলেন, ‘‘বিভিন্ন অনলাইনের সংবাদ দেখছি ঐশীকে সেখানে অবরুদ্ধ করেছে লেখা হয়েছে। অথচ আমাদের সঙ্গে এমন কিছুই হয়নি। ঐশি কনাসর্ট শেষ করে বের হওয়ার পরেই মারামারি শুরু হয়।’’

এ বিষয়ে ঐশী তার ফেসবুক পেজে অফিসিয়াল একটি বক্তব্য দিয়েছেন। পোস্টে গায়িকা লেখেন, ‘‘গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুর শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।’’

তিনি আরও বলেন, ‘‘বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।’’

জানা যায়, মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ভাঙচুর। ঘটনা শুরু হয় রাত সাড়ে ১০টার দিকে। এক দর্শনার্থী জানান, মেলায় সিগারেটের দাম নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর