ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
৩১২

খোলা বাজারে ডলার হাওয়া: রেকর্ড দাম ১১৯ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২০ ১০ আগস্ট ২০২২  

প্রথমবারের মতো খোলা বাজারে ডলার ১১৯ টাকা করে বিক্রি হচ্ছে। একদিন আগে সোমবার খোলা বাজারে ডলারের দাম ছিল ১১৫ টাকা। বুধবার (১০ আগস্ট) চার টাকা বেড়ে ডলার ১১৯ টাকায় বিক্রি হয়। তারপরেও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে এবং ব্যাংকে ডলারের সংকট চরমে। 

 

মে মাসে টাকার বিপরীতে ডলারে দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা। নগদ ডলারের সংকটের কারণে অধিকাংশ মানি এক্সচেঞ্জ বিক্রির চেয়ে কেনায় বেশি আগ্রহ।

 

বিক্রেতারা বলছেন, বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলার সংকট। বিক্রির চেয়ে কিনছে বেশি।
এতদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংক ও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না।


রেকর্ড পরিমাণ দামের পরও কার্ব মার্কেটে ক্রেতাদের ভীড়। বিক্রি করার মতো ডলার নেই।