ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৩৬০

চট্টগ্রামে একদিনে ১৭৯ জনের করোনা শনাক্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫১ ২৬ মে ২০২০  

চট্টগ্রামে আরও ১৭৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট ১ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হলো।

সোমবার রাতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭৯ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৬৭ জন নগরীর এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে চট্টগ্রাম জেলার ৫৫ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা সংক্রমণ পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন।

অন্যদিকে, সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সোমবার করোনা সংক্রমণ শনাক্তের জন্য কোনো নমুনা পরীক্ষা হয়নি।