ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
২১৩

ডিমের গরম কমছেই না

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৭ ২৩ সেপ্টেম্বর ২০২২  

ডিমের গরম কোনোভাবেই কমছে না। বরং দিন দিন বাড়ছে। শুধু সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে ১০ থেকে ১৫ টাকা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

 

গত সপ্তাহে খুচরা বাজারে চাহিদার ঊর্ধ্বে থাকা প্রতি ডজন লাল ডিম বিক্রি হয়েছে ১৩৫ টাকায়। এখন তা হচ্ছে ১৪৫ টাকায়। আবার পাড়া-মহল্লার দোকানে সেই ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

 

অন্যান্য ডিমের মূল্যও ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ডজন দেশি ডিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর ডজনে হাঁসের ডিম ২০০ টাকা এবং কোয়েল পাখির ডিম ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

মহাখালী কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সৈয়দ মুশফিক বলেন, বাজারে সবকিছুর দর-ই বাড়তি। দামের কারণে মাছ, মাংস কিনে খেতে পারছি না। সবজি, ডিম, ডাল খেয়ে বেঁচে আছি। এখন সেই ডিমের মূল্যও বাড়তি।

 

রাজধানীর মালিবাগ এলাকার ডিম বিক্রেতা গফুর মিয়া বলেন, বৃষ্টির কারণে ডিমের সরবরাহ কম রয়েছে। মুরগির খাবারের দাম বেড়েছে। এতে খামারিদের খরচ বৃদ্ধি পেয়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে। তাই ডিমের দাম বেড়েছে। এতে আমাদের বিক্রিও কমেছে।