ঢাকা, ০২ আগস্ট শনিবার, ২০২৫ || ১৮ শ্রাবণ ১৪৩২
good-food
৩৮৮৯

দুধ-চিতই পিঠা তৈরির সহজ উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১২ ২০ ডিসেম্বর ২০১৯  

ভিন্ন ঋতুতে আলাদা পিঠার সম্ভার। এ শীতে সকালে দুধ চিতই বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার আনন্দই অন্নরকম। তা হলে আর দেরি কেন? চলনু জেনে নিন কিভাবে তৈরি করবেন দুধ চিতই পিঠা।

উপকরণ:

> চালের গুঁড়া ২ কাপ

> পানি ও লবণ পরিমাণমতো

> ১ লিটার দুধ, গুড় ২ কাপ 

প্রণালি: চালের গুঁড়ায় পানি মিশিয়ে তরল মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন বেশি পাতলা বা বেশি ঘন যেন না হয়। তবে পাতলা গোলা করলে পিঠা সুন্দর নরম হয়। যে পাত্রে পিঠা ভাজবেন সেটাতে সামান্য তেল মাখান। এখন পাত্রটি হালকা গরম করে ২ টেবিল চামচ চাল গোলা দিয়ে ঢেকে দিন। ২-৩ মিনিট পর পিঠা তুলে ফেলুন। ১ লিটার দুধ জ্বাল দিয়ে সামান্য ঘন করুন।

আলাদা করে দেড়-কাপ পানিতে ২ কাপ গুড় জ্বাল দিয়ে গুড়ের সিরা তৈরি বানান। সিরায় পিঠা ছেড়ে চুলায় দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। ঠাণ্ডা হলে দুধ দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখুন। সকালে এ পিঠা খেতে ভারি মজা।

সুমির রান্নাঘর বিভাগের পাঠকপ্রিয় খবর