ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৫৮

দেশজুড়ে আসছে শৈত্যপ্রবাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫০ ২৫ ডিসেম্বর ২০২৪  

দেশজুড়ে আসতে চলেছে শৈত্যপ্রবাহ। আসন্ন জানুয়ারির বেশিরভাগ সময় দেশের কোথাও না কোথাও তা বইবে। বুধবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চলতি মাসের বাকি সময় দেশের দু’একটি জায়গা বাদে শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা ক্ষীণ। রাজধানীসহ সারাদেশের অধিকাংশ এলাকায় হালকা শীত পড়বে। 

 

তবে আগামী মাসের শুরুটা গোটা দেশে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও তা থাকার সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সাগর থেকে কিছু মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে। ফলে সামগ্রিকভাবে শীতল বাতাস কম আসতে পারছে। চলতি মাসের বাকি সময় দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে বিচ্ছিন্নভাবে দু–একটি জায়গায় তা বইতে পারে।