ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৭ ভাদ্র ১৪৩২
good-food
২৬৭

দেশের বাজারে সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের দাম কমেছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৪ ২১ জুলাই ২০২৩  

পণ্যের ঊর্ধ্বমুখী বাজারে কমেছে গৃহস্থালি কিছু পণ্যের দাম। কাঁচামালের দাম কমায় সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের মূল্য সমন্বয় করছেন উৎপাদকরা। যাতে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাসাধারণের। করোনা পরবর্তী ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব পড়ে পণ্য সরবরাহ ব্যবস্থায়। ফলে কসমেটিকসসহ বাড়তে থাকে নানা গৃহস্থালি পণ্যের দাম। 

 

তবে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। আন্তর্জাতিক বাজারে গৃহস্থালি পণ্যের কাঁচামালের দাম কমেছে। ফলে দেশের মার্কেটেও নিম্নমুখী হয়েছে সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশসহ নানা পণ্যের। কিছু পণ্যে ছাড় দেয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে পরিমাণও। 

 

এক বিক্রেতা বলেন, সাবানে কিছু ছাড় দিচ্ছে কোম্পানিগুলো। অবশ্য দাম কমাচ্ছে না তারা। তবে ওজনে বেশি দিচ্ছে।আরেক বিক্রেতা বলেন, শ্যাম্পুতেও ওজন বেশি দিচ্ছে কোম্পানিগুলো। কিন্তু দর আগের মতোই রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দাম কমাতে বা পণ্যে ছাড়ে কিছুটা স্বস্থি মেলে ক্রেতার।

 

এক ক্রেতা বলেন, বর্তমানে কিছু পণ্যের দাম কমানো হয়েছে। সেটা আরেকটু হ্রাস করা হলে ভালো হতো। সাধারণ জনগণ ভালো থাকতে পারতো। যদিও অপর ক্রেতা বলেন, এখন সবকিছুর মূল্য বেশি। সবকিছুই ক্রেতাসাধারণের নাগালের বাইরে। তাই ব্যবসায়ীদের অতি মুনাফা লোভী না হয়ে স্বল্প লাভে পণ্য বিক্রির আহ্বান সবার।