ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৭৯৬

দেশে আরো ২ জন  নতুন করে করোনায় আক্রান্ত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫১ ১৭ মার্চ ২০২০  

 দেশে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০ জন।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান।
এদিকে করোনা সংক্রমন ঠেকাতে আগামীকাল বুধবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে সরকার। একইসাথে সব আবাসিক হোটেল এবং সিনেমা হলও বন্ধ ঘোষণা করা হয়েছে। গণ জমায়েত এড়িয়ে কর্মসূিচ কাটছাট করে মঙ্গলবার দেশব্যাপী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করা হচ্ছে। 
চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০।