ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৩৪১

দেশে করোনায় মারা গেলেন ৪৭ জন:  শনাক্ত ২২১১

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৮ ২৮ আগস্ট ২০২০  

করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৭৪১ টি নমুনা পরীক্ষা করে  ২ হাজার ২১১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা  ৪ হাজার ১৭৪ জনে দাঁড়াল।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৩৭৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।
 যারা মারা গেছেন তাদের পুরুষ ৩২ জন এবং নারী ১৫ জন। হাসপাতালে মারা গেছেন ৪৪ জন এবং বাড়িতে  তিনজনের মৃত্যু হয়েছে। 
 মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৯ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের সাতজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের চারজন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর