ঢাকা, ০১ নভেম্বর শনিবার, ২০২৫ || ১৬ কার্তিক ১৪৩২
good-food
২৬০

দেশে করোনায় বছরের সর্বোচ্চ মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪১ ২৭ মার্চ ২০২১  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৯ জন মারা গেছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮৬৯ জন। এসময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৭৪ জন। এতে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।

 

শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন।

 

এর আগে গেল শুক্রবার দেশে ৩ হাজার ৭৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর আক্রান্তদের মধ্যে মারা যান ৩৩ জন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর