ঢাকা, ১৬ আগস্ট শনিবার, ২০২৫ || ১ ভাদ্র ১৪৩২
good-food
২৮১

দেশে ভোটার বাড়লো ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০০ ২ জানুয়ারি ২০২৫  

ভোটার হালনাগাদের পর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ নতুন ভোটার বেড়েছে।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এসময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সব দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 

নতুন ভোটারদের নিয়ে দেশে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২। গত বছর ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার ছিলেন ১২ কোটি ১৮ লাখের বেশি।

 

ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও যোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেয়ার সিদ্ধান্তও নিয়েছে নির্বাচন কমিশন। আসছে ২০ জানুয়ারি থেকে এ কাজ শুরু হবে। ৩০ জুনের মধ্যে তা শেষ করা হবে।

 

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের তথ্য সংগ্রহ করা হবে। সেটা অন্তর্ভুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ২ জানুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা হবে ওই বছরের ২ মার্চ। এর আগে জাতীয় নির্বাচন হলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করা হবে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর