ঢাকা, ১০ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৫৯০

ধর্ষকের ফাঁসির দাবিতে রাজপথে ওমর সানি-মৌসুমী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৮ ৮ অক্টোবর ২০২০  

ধর্ষকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে নানা শ্রেণি পেশার মানুষ। আজ ধর্ষকদের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর দাবিতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সুপ্রিম কোর্টের নারী আইনজীবীরা।

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ রাজপথে নেমেছেন অনেক তারকা। বৃহস্পতিবার স্বশরীরে রাজেপথে নেমে এলেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) ব্যানারে নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়ণের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে  দুই তারকা বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে অংশ নেন।
এসময় সংগঠনটির মুখপাত্র গোলাম রাব্বানীসহ প্রায় দুই শতাধিক টিপিবির মেম্বার উপস্থিত ছিলেন।

মানব বন্ধনে ওমর সানি বলেন, ‘প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়। সেটা যদি হয় ন্যায় সঙ্গত তাহলে কোনো কথাই নেই। আমি আর মৌসুমী নির্দিষ্ট কোনো চলচ্চিত্রের জায়গায় নেই। দেশ থেকে দেশান্তরে। প্রতিবাদের কোনো দল নেই। নিরাপদ থাক দেশের মানুষ- এটাই আমাদের প্রত্যাশা। সেই তাগিদেই  অন্যদের সঙ্গে আমরা দাঁড়িয়েছি।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর