ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
৩৩১

পঞ্চগড়ে চালু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৭ ৩১ আগস্ট ২০২৩  

পঞ্চগড়ে চা চাষী, বাগান মালিকসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সেখানে একটি চা নিলাম কেন্দ্রের। অবশেষে তাদের এ দাবি পূরণ হচ্ছে। সরকারের উদ্যোগে আগামী শনিবার পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম শুরু হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। 

বর্তমানে পঞ্চগড় জেলা দেশে চা উৎপাদনে দ্বিতীয়। এ জেলায় নিলাম কেন্দ্র হলে উত্তরাঞ্চলের চা চাষীসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। নিলাম কেন্দ্রটির উদ্বোধন উপলক্ষে গতকাল পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। 


জানা গেছে, জেলায় উৎপাদিত চা বিক্রয়ের জন্য চট্টগ্রাম ও মৌলভীবাজারের নিলাম কেন্দ্রে পাঠাতে হয়। শনিবার থেকে শুধু অনলাইনে চা নিলাম কার্যক্রম শুরু হবে। নিলাম কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পর যদি বেশি বেশি চা নিলাম হয় তাহলে জেলায় সরাসরি নিলাম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।