ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৫১৯

পঞ্চগড়-রাজশাহী রেল চালু ১৫ অক্টোবর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৯ ১ অক্টোবর ২০২০  

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ১৫ অক্টোবর প্রথমবারের মতো পঞ্চগড় থেকে রাজশাহী রেলযোগাযোগ শুরু হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রেলে নতুন ট্রেন চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। 
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় সারের বাফার গুদামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
রেলমন্ত্রী আরো বলেন, সারাদেশ রেল নেটওয়ার্কে আনার কাজ চলছে। যাত্রী সুবিধাও বাড়ানো হবে। 

এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিসিআইসির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বক্তব্য রাখেন।