ঢাকা, ২৮ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
২১

‘পরকীয়া’সহ স্বামীর বিরুদ্ধে যত বিস্ফোরক অভিযোগ সেলিনার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৭ ২৭ নভেম্বর ২০২৫  

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ও তার স্বামী পিটার হাগের মধ্যে চলছে দ্বন্দ্ব। তাদের পারিবারিক কলহ রূপ নিয়েছে বিচ্ছেদ আবেদনের। যা নিয়ে আদালতে চলছে মামলা।

আদালতে করা আবেদনে সাবেক মিস ইন্ডিয়া সেলিনা উল্লেখ করেছেন, তার স্বামী পিটার অস্ট্রিয়ার নাগরিক ও হোটেল ব্যবসায়ী। পিটার তাকে ‘পায়ুপথে যৌনতা’ করতে বাধ্য করতেন, তার নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করতেন, এমনকি অন্য পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে চাপ দিতেন।

এসব নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা চলছে। এর মধ্যে সেলিনা জানালেন নতুন খবর। তার স্বামী নাকি গত চার বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অন্য এক নারীর সঙ্গে একত্রে বাস করছেন। আর এ খবর অভিনেত্রী পেয়েছেন নিজের ননদের কাছ থেকে।

১৫ বছর ধরে বিবাহিত জীবন পার করছেন সেলিনা ও পিটার। তাদের ঘরে তিন সন্তান আছে।

সেলিনার মামলার আগেই তার বিরুদ্ধে অস্ট্রিয়ার আদালতে অভিযোগ দিয়েছেন পিটার। ওই মামলায় পিটার উল্লেখ করেছেন, তিনি নির্দোষ। তার অভিযোগ, এই বিয়ে ভাঙছে স্ত্রী সেলিনার দোষে।

সেলিনার অভিযোগ, তিন সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে ভিয়েনার আদালত রায় দিয়েছে, প্রতিদিন এক ঘণ্টা করে সন্তানদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অভিনেত্রী।

বছর ধরে বিবাহিত জীবন পার করছেন সেলিনা জেটলি ও পিটার হাগ। তাদের ঘরে তিন সন্তান আছে।

সেলিনার আরও অভিযোগ, আদলতের নির্দেশ অমান্য করে সন্তান ও তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে প্রায় নিরুদ্দেশ হন পিটার। 

মুম্বাইতে সেলিনার সাড়ে তিন কোটির সম্পত্তি উপহারস্বরূপ নিজের নামে লিখিয়ে নিয়েছেন পিটার। এমনকি ভিয়েনায় দুজনের কেনা বেশ কিছু সম্পত্তি সেলিনার অজান্তে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ৪৭ বছর বয়সী বলিউড অভিনেত্রী।

এসব কারণে মানসিক ও শারীরিক অত্যাচারে ক্ষতিপূরণ ৫০ কোটি টাকা দাবি করে আদালতে মামলা ঠুকেছেন সেলিনা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর