ঢাকা, ০২ আগস্ট শনিবার, ২০২৫ || ১৮ শ্রাবণ ১৪৩২
good-food
২২৯

প্রস্তাব প্রত্যাখ্যান : গুলির সাথে কোন সংলাপ হয় না: আসিফ মাহমুদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫১ ১৮ জুলাই ২০২৪  

কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সংগঠনের নেতারা।

 

সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, গুলির সাথে কোন সংলাপ হয় না। এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।


আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লিখেন, 'রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।'

 আরেক অন্যতম সমন্বয়ক সারজিস আলম পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন, ‘একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?'


বিকালে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি আছে। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে, তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে। মন্ত্রী আরও বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে।

শিক্ষা বিভাগের পাঠকপ্রিয় খবর