ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৮১৮

প্রিয়াঙ্কার মা হাওয়া নিয়ে যা বললেন জ্যোতিষী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৬ ২৮ জুলাই ২০১৯  

বেশ জাঁকজমকভাবে বিয়ে হয়েছে নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়ার। বিয়ের পর সবাই আশা করেন সংসারে ফুটফুটে সন্তান আসবে। গেল ডিসেম্বরে সুন্দরীর প্রেগন্যান্সি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। কারণ, মায়ের সঙ্গে হাসপাতালের বাইরে দেখা যায় বলিউড অভিনেত্রীকে।

পরে মধু চোপড়া বিষয়টি ব্যাখ্যা করেন। জানানো হয়, প্রিয়াঙ্কা গর্ভবতী নন। সম্প্রতি তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জনপ্রিয় এক জ্যোতিষী। আগামী ২৪ মাসের মধ্যেই মা হচ্ছেন তিনি। নায়িকার বিয়ের বিষয়েও তার প্রেডিকশন সঠিক হয়েছিল।

জ্যোতিষী সঞ্জয় বি জানিয়েছেন, প্রিয়াঙ্কার জন্য শুভ সংখ্যা ৯। তার জন্মদিন ১৮ জুলাই ১৯৮২। জন্ম তারিখ + অর্থাৎ , যে বছরে জন্মেছেন,  ওই বছরেও সংখ্যাটি রয়েছে। বয়স ৩৬ বছরের বেশি অর্থাৎ + অর্থাৎ হচ্ছে।

প্রিয়াঙ্কা যখন মিস ওয়াল্ড হয়েছিলেন, তখন তার বয়স ছিল ১৮ বছর অর্থাৎ (+= ) ফ্যাশন দোস্তানা ছবির সময়ে বয়স ছিল ২৭ বছর (+=) বিয়ে হয়েছে ৩৬ বছর বয়সে (+=) সেদিক থেকে বিচার করলে, আগামী বছরের মধ্যেই মা হওয়ার সম্ভাবনা আছে সেক্সির।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর