ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৪০

বছর শেষের আগেই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৫ ২২ জুলাই ২০২০  

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও আস্ট্রাজেনকার উৎপাদিত ভ্যাকসিনটি চলতি বছরের শেষ নাগাদ ‘উৎপাদন খরচে’ গোটা বিশ্বে পাওয়া যাবে। মঙ্গলবার স্বল্পমূল্যে ভ্যাকসিনটি পাওয়ার ঘোষণা দেন আস্ট্রাজেনকার ডিরেক্টর জেনারেল প্যাসকাল সরিয়ট।

তিনি বলেন, লাভ না করে প্রত্যেকের কাছে সমানভাবে ভ্যাকসিনটি পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। তাই এটি উৎপাদন খরচেই সরবরাহ করব আমরা। ভ্যাকসিনটির দাম পড়বে প্রতি ইউনিট ২ দশমিক ৮ মার্কিন ডলার।

আরটিএল রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করছি; চলতি বছরের শেষ নাগাদ আমরা ভ্যাকসিনটি তৈরি করতে পারব। সবকিছু ঠিকঠাক চললে এর আগেও হতে পারে।

এ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে মেডিক্যাল জার্নাল দ্য লানসেটে প্রকাশিত হয়েছে। এতে এটিকে নিরাপদ ও কার্যকর হিসেবে উল্লেখ করা হয়। তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল এ শরতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন কোম্পানি জনসন এন্ড জনসনও নিজেদের ভ্যাকসিন বিক্রিতে মুনাফা না করার অঙ্গীকার করেছে। কিন্তু ফাইজার, মের্ক ও মর্ডানা মার্কিন আইনপ্রণেতাদের নিশ্চিত করেছে, উৎপাদন খরচে ভ্যাকসিন বিক্রি করবে না তারা।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে ২শ’ ভ্যাকসিন উৎপাদনের কাজ চলছে। এর মধ্যে ২৩টি ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর