ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৯১৩

বর্ণবাদের নতুন দৈত্য : করোনা আমাদের কী শেখালো?

মেজর ডা. খোশরোজ সামাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫০ ২ জুন ২০২০  

ছবিটি ভাল করে দেখুন। এক পুলিশ অফিসার কালো এক মানুষের গলা ভয়ংকর উন্মত্ততায় পা দিয়ে চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করছে।

 

কালো মানুষটি একটু অক্সিজেন নেয়ার জন্য প্রাণপন চেষ্টা করছে।  না, এটি হলিউডের কোন একশান চলচ্চিত্রের দৃশ্য নয়। অতি সম্প্রতি প্রায় তুচ্ছ অপরাধে ফ্লয়েড নামের ৪৫ বছরের কালো মানুষটিকে অমানবিক নির্যাতনের খন্ড চিত্র।

 

আমেরিকাতে অবস্থিত বাংলাদেশীসহ লাখো লাখো করোনায় আক্রান্ত জটিল রোগী বর্ণ -- মান - কুল - মান উপেক্ষা করে করে স্রস্টার কাছে যখন একটু অক্সিজেন খুঁজছে, তখন আমেরিকার মত মুক্ত সংস্কৃতির দেশে বুক ভরে অক্সিজেন নেয়ার ঈশ্বর প্রদত্ত অধিকার আরেকবার পায়ে পিষে হত্যা করা হল।

মুক্তমত বিভাগের পাঠকপ্রিয় খবর