ঢাকা, ২৭ ডিসেম্বর শনিবার, ২০২৫ || ১৩ পৌষ ১৪৩২
good-food
২৩১

বিপদসীমা অতিক্রম করতে পারে ৬ নদীর পানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৩ ২৮ মে ২০২৫  

ভারি বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ৬টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আগামী ৩০ ও ৩১ মে তারিখে ওই অঞ্চলগুলোতে ভারি বৃষ্টিপাত হবে। 

 

এতে ফেনীর মুহুরি, সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, উত্তরাঞ্চলের তিস্তা, হবিগঞ্জের খোয়াই, নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে করে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

তিনি আরও জানান, ইতোমধ্যেই এইসব নদীর পানি সমতল স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। উল্লিখিত সময়ে নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।