ঢাকা, ২৫ মার্চ মঙ্গলবার, ২০২৫ || ১০ চৈত্র ১৪৩১
good-food
১২২

বিসিএমইএ`র সভাপতি মইনুল, সাধারণ সম্পাদক ইরফান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:০৩ ৫ মার্চ ২০২৫  

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনে মইনুল ইসলাম সভাপতি এবং মো. মামুনুর রশীদ এফসিএমএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর ইরফান উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিসিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, সোমবার (৩ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ১২ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। এসময় ইসির সদস্য মোরশেদ আলম ও ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

 

নির্বাচিত অন্য সদস্যরা হলেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট - আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট - রুসলান নাসির, আয়েশা সানা আসিফ তাবানী, রাশীদ মাইমুনুল ইসলাম ও আসিফ ইকবাল মাহামুদ।

 

এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন - ফারিয়ান ইউসুফ, সিফাত-ই-আরমান, হামজা সাকিফ তাবানী ও মো. আশরাফুজ্জামান।