ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৬০৪

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০২ ১০ আগস্ট ২০২০  

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি নিজে সোমবার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানান।

টুইটবার্তায় প্রণব মুখার্জি বলেন, ‘ভিন্ন একটি কারণে হাসপাতালে যাওয়ার পর আমার কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। 

তিনি বলেন, গত সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, সেলফ আইসোলেশনে থাকতে এবং কভিড-১৯ পরীক্ষার জন্য তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

৮৪ বছর বয়সী প্রণব মুখার্জি ২০১২ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি হন কংগ্রেসের এই প্রবীণ নেতা।

এদিকে করোনা ভাইরাসে ভারতে শনাক্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন সাড়ে ৪৪ হাজার মানুষ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর