ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৩৯

মৃত্যুর মিছিলে আরও ৩৯ জন, শনাক্ত ২৭৩৩

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১১ ১৬ জুলাই ২০২০  

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন মহিলা এবং ১৮ জন ঢাকা ও বাকিরা অন্যান্য বিভাগের। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৯৬ জন। 
একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৭৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশে মোট রোগী হলেন ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন। করোনাভাইরাস নিয়ে অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান।  
ডা. নাসিমা সুলতানা বলেন, দেশের মোট ৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৫৪৮টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৮৯টি। এ নিয়ে মোট ৯ লাখ ৯৩ হাজার ২৯১ জনের স্যাম্পল টেস্ট করা হলো। 
তিনি জানান, গত একদিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৩ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। এসময়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারণঘাতী ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ৪৯৬ জনের।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, এছাড়া  ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। এতে এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হলেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর