ঢাকা, ২৯ ডিসেম্বর সোমবার, ২০২৫ || ১৫ পৌষ ১৪৩২
good-food

মেয়েদের চুমু দিতেন ‘টাইটানিক’ নায়িকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৩ ২৯ ডিসেম্বর ২০২৫  

অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। বিশ্বজুড়ে ‘টাইটানিক’নায়িকা হিসেবেই বেশি পরিচিত তিনি। কিন্তু এই অভিনেত্রীর ক্যারিয়ার পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ সিনেমার দিয়ে শুরুটা হয়েছিল। সিনেমাটি দুই কিশোরীর আসক্তিমূলক সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছিল।

সম্প্রতি নিজের কৈশোরের একান্ত অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন অভিনেত্রী। জনপ্রিয় পডকাস্ট ‘টিম ডিকিন্স’–এর এক পর্বে তিনি জানান, কিশোরী বয়সে তিনি মেয়েদের চুমু দিতেন।

কেট বলেন, ‘আমি এমন কিছু শেয়ার করছি, যা আগে কখনো বলিনি। কিশোরী বয়সে আমার প্রথম কিছু ঘনিষ্ঠ অভিজ্ঞতা আসলে মেয়েদের সঙ্গেই হয়েছিল। আমি কয়েকজন মেয়েকে চুমু খেয়েছি, আবার কয়েকজন ছেলেকেও। তবে তখন আমি কোন দিকেই খুব একটা পরিণত ছিলাম না।’

তিনি আরও বলেন, ‘ওই বয়সে আমি স্বাভাবিকভাবেই কৌতূহলী ছিলাম।’

‘হেভেনলি ক্রিচারস’ ছিল কেট উইনসলেটের ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা। পডকাস্টে তিনি জানান, এই ছবির অডিশনের আগে জীবনে কখনো পুরো একটি সিনেমার চিত্রনাট্যই হাতে নেননি।

এই ছবির পর উইন্সলেট অভিনয় করেন ‘সেন্স অ্যান্ড সেনসিবিলিটি’, ‘জুড’, ‘হ্যামলেট’–এর মতো প্রশংসিত সিনেমায়। এরপর ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইটানিক’ তাকে বিশ্বজুড়ে তারকাখ্যাতি এনে দেয়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর