ঢাকা, ০২ আগস্ট শনিবার, ২০২৫ || ১৮ শ্রাবণ ১৪৩২
good-food
১৪৯৬

যেভাবে সাদা খিচুড়ি রান্না করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৬ ২৬ ডিসেম্বর ২০১৮  

উপকরণ: 

চিনিগুঁড়ো/বাসমতি চাল- ১ কাপ,

মুগ ডাল- ১/৪ কাপ,

মসুর ডাল- ১/৪ কাপ,

গাজর (কিউব করে কাটা)- ১/৪ কাপ,

মটরশুঁটি- ১/৪ কাপ,

পেঁয়াজকুচি- ১/৪ কাপ,

আদাবাটা- ১ টেবিল চামচ,

কাঁচালঙ্কা  – ২/৩টি,

তেজপাতা – ২টি,

দারুচিনি- ২টি,

এলাচ- ২টি,

লবণ ১ চা চামচ,

তেল- ১/৪ কাপ,

ঘি- ১ টেবিল চামচ,

গরম পানি- ৩ কাপ।

পদ্ধতি : মুগ ডাল হালকা ভেজে নিন। চাল, ভাজা মুগ ডাল, মসুর ডাল একসঙ্গে ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে একপাশে রাখুন। বড় পাত্রে তেল গরম করে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন। তারপর কিউব করে রাখা গাজর ও মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এবার তেজপাতা, এলাচ, দারুচিনি ও আদাবাটা দিয়ে মিনিটখানেক ভাজুন। তারপর চাল-ডাল দিয়ে ৩-৪ মিনিট বা সুন্দর ভাজা গন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে গরম পানি দিন। লবণ, কাঁচামরিচ ও ঘি দিয়ে মাঝারি আঁচে ৪-৫ মিনিট রাখুন। এবার পাত্রে ঢাকনা দিয়ে ২০-২৫ মিনিট কম আঁচে রান্না করুন। রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলুন।

সুমির রান্নাঘর বিভাগের পাঠকপ্রিয় খবর