ঢাকা, ০৬ জুলাই রোববার, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
good-food
৯৫৩

রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৩ ৭ মে ২০১৯  

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।মঙ্গলবার (১ রমজান) থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন করতে পারবেন সাধারণ গ্রাহকরা। রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

জোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হয়েছে। তবে রমজান পূর্ব সময়ের মতো নিয়ম অনুযায়ী আভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কাজ অব্যাহত থাকবে।

রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে। তখন গ্রাহকরা লেনদেনে আগের মতোই সময়সীমা পাবেন।