ঢাকা, ১১ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৭ কার্তিক ১৪৩২
good-food
৩২২

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০৯ ২৯ এপ্রিল ২০২৪  

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। রবিবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের উত্তমপুরে।

 

অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তরপূরে ভূকিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। ফলে বেশিরভাগ মানুষ ভূমিকম্পটি অনুভব করতে পারেননি।

 

রাজশাহী আবহাওয়া অফিস ইনচার্জ রহিদুল ইসলাম জানান, রাত আটটার পরে মৃদু ভূমিকম্প হয়েছে কিনা, এটার মাত্রা কত এ বিষয়ে জানতে অনেকেই যোগাযোগ করেছেন। তবে আমাদের এখানকার সেন্সরে ভূমিকম্প রেকর্ড হয়নি। বিষয়টি ঢাকা অফিস নিশ্চিত করেছেন।

 

আবহাওয়া দপ্তরের ঢাকা অফিসের ওয়্যারলেস অপারেটর জহিরুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের ব্যাপারে তারা এখনও কিছু জানতে পারেনি। ভূমিকম্প রেকর্ড করার মতো শক্তিশালী তথ্যও তাদের কাছে আসেনি।