ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
১১৭৪

রাজশাহী থেকে আম পরিবহনে বিশেষ ট্রেন চালু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৮ ৩ জুন ২০২০  

শুক্রবার থেকে  চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আম নিয়ে দু’টি পার্সেল ট্রেন ঢাকার পথে চলাচল করবে। 

আমবাহী বিশেষ পার্সেল ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ম্যাঙ্গো স্পেশাল ১, ২’। ট্রেন দুটি সপ্তাহের প্রতিদিন চলাচল করবে।  আমের পাশাপাশিশাক-সবজি, ফলমূল, ডিমসহ উত্তরের বিভিন্ন কৃষিজাত দ্রব্য  পরিবহন করা হবে।
এব্যাপারে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আমরা পার্শ্বেলকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। ভারত থেকে ইতেমধ্যে পার্শ্বেল ট্রেনে পেয়াঁজ, আদা শুকনা মরিচসহ ভাগ্যপণ আমদানি করা হয়েছে। এখন আম পরিবহনের জন্য দুটো ট্রেন চালু করা হবে। 
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে কেজিপ্রতি ভাড়া লাগবে এক টাকা ৩০ পয়সা। রাজশাহী থেকে ভাড়া এক টাকা ১৭ পয়সা।