ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
২৪৮

রিটার্ন দাখিলের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৬ ১ ডিসেম্বর ২০২২  

ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা বা রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ রিটার্ন জমা দেয়া যাবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়কর দিবস শীর্ষক সেমিনার থেকে মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।
জনগণের সুবিধার্থে রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি সবাইকে মাসের প্রথমেই রিটার্ন জমা দেয়ার জন্য অনুরোধ করেন, যেন মাস শেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাউকে রিটার্ন জমা দিতে না হয়।

এনবিআর জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরের ২৯ নভেম্বর পর্যন্ত ২২ লাখ রিটার্ন জমা পড়েছে। গত বছর যা ছিল সাড়ে ১০ লাখ। একই সময়ে কর আদায় হয়েছে ৩ হাজার ৪২ কোটি টাকা, গত বছর যার পরিমাণ ছিল ২ হাজার কোটি টাকা।