ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৫০২

লাইফ সাপোর্টে সংসদ সদস্য ইসরাফিল আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০২ ২৬ জুলাই ২০২০  

 শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শরীরে করোনা পজিটিভ ধরা পড়ায় এর  আগে তিনি হাসপাতালে  ভর্তি ছিলেন। 

ইসরাফিল আলম  দুদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সুলতানা পারভীন বিউটি।

সুলতানা পারভীন জানান, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দুই সপ্তাহ আগে ইসরাফিল আলমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। পরে তিনি নওগাঁয় ফিরে যান।

কয়েকদিন নওগাঁয় থেকে ইসরাফিল আলম আবার ঢাকায় চলে আসেন। এর মধ্যে গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎক জানিয়েছেন, বর্তমানে ইসরাফিল সাহেবের জন্য প্রতিদিন ১০-১২ লিটার অক্সিজেন লাগছে। তার অবস্থা আশংকাজনক।  সংসদ সদস্যের সুস্থতার জন্য সুলতানা পারভীন বিউটি দেশবাসীর দোয়া চেয়েছেন। 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর