ঢাকা, ০৬ জুলাই রোববার, ২০২৫ || ২১ আষাঢ় ১৪৩২
good-food
৮১২

শেয়ার বাজারে চাঙ্গাভাব: লেনদেন ৩ মাসে সর্বোচ্চ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৯ ১১ জুন ২০১৯  

টানা ৮ কার্যদিবস ধরে দেশের শেয়ারবাজার উত্থানে রয়েছে। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২৫ পয়েন্ট। সূচকের এমন উত্থানের সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেনেও বড় উন্নতি হয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

ঈদ পূর্ব ২৬ মে থেকে শেয়ারবাজার উত্থানে রয়েছে। যা মঙ্গলবারের (১১ জুন) মাধ্যমে টানা ৮ কার্যদিবস সূচক বেড়েছে। এসময় ডিএসইএক্স বেড়েছে ২২৫.৩৮ পয়েন্ট। এর মাধ্যমে সূচকটি বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে। যা গত ৩ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ।

এদিকে মঙ্গলবার ডিএসইতে ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ১৮ মার্চ বা ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

 বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের ২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে বিবিএস কেবসল।