ঢাকা, ১২ নভেম্বর বুধবার, ২০২৫ || ২৮ কার্তিক ১৪৩২
good-food

সালমান খানের খামারবাড়ির অজানা দিক জানালেন শেহনাজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১০ ১২ নভেম্বর ২০২৫  

সালমান খান মানেই মারপিট দৃশ্যের অভিনেতা। ছবিতে তেজস্বী ভাবের কারণে তার ভক্তকুলও নেহাত কম নয়। 

বলিউডের এই নায়কের বাসভবনের নাম ‘গ্যালাক্সি’। ভক্তরা প্রায়ই তার বাসার সামনে ভিড় করেন। কিন্তু সালমানের একটি খামার বাড়ি আছে, সেটা কতজন জানেন?

সালমানের খামার বাড়িতে কী হয় তা নিয়ে অনেকের আগ্রহ আছে। সেখানে কী করেন বলিউডের ভাইজান। সে খবর ফাঁস করেছেন ‘বিগ বস’ তারকা শেহনাজ গিল।

‘বিগ বস-১৩’ থেকে সালমানের সঙ্গে শেহনাজের পরিচয়। ভাইজানের হাত ধরেই সফলতা এই অভিনেত্রী তথা গায়িকার।

সালমানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তার খামারবাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছে শেহনাজের।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে শেহনাজ জানান, তিনি সালমানের খামারবাড়িতে দুই থেকে তিন দিন থেকেছেন। তিনি বলেন, “‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই থেকে তিন দিন থেকেছিলাম। খুব মজা করেছিলাম।”

সালমানের খামারবাড়িতে অনেক বাইক ও গাড়ি রয়েছে বলে জানান শেহনাজ। তিনি বলেন, “আমরা বাইক ও এটিভি গাড়িতে করে এদিক-সেদিক ঘুরতাম।”

সালমানের গাছ রোপণ ও চাষাবাদ নিয়ে রয়েছে বিশেষ আগ্রহ। সে কথা জানিয়ে শেহনাজ বলেন, “স্যার গাছ থেকে ফল পাড়তে ভালোবাসেন। তিনি খুবই দেশি ভাবনার মানুষ। খুবই কর্মঠ।”

শেহনাজ বলেন, “সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করেন।” তার দাবি, সালমান মাটির মানুষ। বরাবর তিনি মাটিতে পা রেখে হাঁটতে ভালবাসেন।

বিগ বস খ্যাত এই অভিনেত্রী পরবর্তীতে আবারও কোনো এক সময় সালমানের  খামারবাড়িতে যান। সেখানে ভাইজানের সঙ্গে পার্টি করেছিলেন বলে জানান তিনি।

শেহনাজ বলেন, “আমরা খুব পার্টি করতাম। তবে তিনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কী ভাবে অভিনয় করতে হয়, সেটা আমাদের শেখাতেন। নতুন ছবি নিয়ে কথা বলতেন।”

সালমানের অভিনয় ও ছবি নিয়ে অনেক জ্ঞান। সেসব নিয়ে জ্ঞান ভাগাভাগি করতেন বলে জানান এই অভিনেত্রী।

অনেক সময় সালমান খান ও শেহনাজ গিলের সম্পর্ক নিয়ে আলোচনা হলেও তারা বিভিন্ন জায়গায় তারা স্বীকার করেছেন- তাদের সম্পর্ক একজন মেন্টর ও প্রিয় সহকর্মীর মধ্যে সীমাবদ্ধ যা বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ ও সম্পূর্ণ পেশাদার।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর