ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৩৬৫

সেই নদীতে ব্রীজ নির্মাণের ঘোষণা দিলেন রেলমন্ত্রী 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৭ ২৬ সেপ্টেম্বর ২০২২  

মর্মান্তিক নৌকাডুবিতে ৪৭ জনের মৃত্যুর ঘটনায় পঞ্চগড় ঠাকুরগা্ওঁ  দুই জেলায় চলছে শোকের মাতম। ২৪ ঘন্টা পর সোমবার বিকেল পর্যন্ত ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর দাবি এখন্ও নিখোঁজ আছেন আরো ৪০ জন। তিন জেলার ডুবুরী দল নদীর ৪২ কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

 

করতোয়া নদীতে মানুষের আহাজারি। নিখোঁজ স্বজনরা নদীর ধারে ঘুরে ঘুরে লাশের খোঁজে বিলাপ করছেন। এক সাথে এতগুলো মানুষের মৃত্যুতে বোদা উপজেলার তিন ইউনিয়নসহ ঠাকুরগ্ওা জেলার দুই ইউনিয়নে মানুষের আহাজারিতে বিষাদের ছায়া নেমে এসেছে। 

 

এই মন্দিরে দেশ বিদেশ থেকে পুজারীরা মহালয়ার দিনে পুজো করতে আসেন। মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট দিয়ে দীর্ঘকাল ধরে মানুষ পারাপার হচ্ছে।   আউলিয়া ঘাটে মর্মান্তিক এই ঘটনায় নিহতদের সবাই হিন্দু ধর্মালম্বি যাদের অধিকাংশই নারী, শিশু এবং বৃদ্ধ। 

 

সোমবার নিজের নির্বাচনী এলাকায় নিহতের স্বজনদের সান্তনা সহমর্মিতা জানান স্থানীয় সংসদ সদস্য রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। সকালে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান্ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করে শোকার্ত পরিবারগুলোকে সমবেদনা জানান। 

 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন করতোয়া নদীতে ব্রীজ নির্মাণের ঘোষণ্ওা দেন। সোমবার মন্ত্রী স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকেই এই নদীতে একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেন। নদীর ওপর একটি ওয়াই আকৃতির ব্রীজ নির্মাণ করা হবে। এ পাড়ে বোদার মাড়েয়া ইউনিয়নের এলাকার সাথে চিলাহাটি  ্ও বড় শশী ইউনিয়নের যোগসূত্র স্থাপন করবে এই ব্রীজ। মন্ত্রী আরো জানান, ইতোমধ্যে ব্রীজ নির্মানের প্রস্তাব একনেকে পাস হয়েছে। শিগগির টেন্ডার আহবান করা হবে। 

 

এদিকে সময় যত গড়াচ্ছে লাশের সাড়ি আরো দীর্ঘ হচ্ছে। রোববার দুপুরে যখন নৌকাটি নদী পার হচ্ছিল তখন দুপুর বেলা। এই এলাকার বলেশ^রী মন্দিরটি ঐতিহাসিকভাবে বিখ্যাত। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি অনেক পবিত্র স্থান। স্থানীয়রা জানান, প্রতিবছর মহালয়ার দিনে বদেশ্বরী মন্দিরে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়। কথিত আছে সীতার ১৬টি খন্ডের মধ্যে একটি খন্ড এই মন্দিরে রাখা হয়েছিল।

 

কালক্রমে পবিত্র এই স্থানে বলেশ^রী মন্দির গড়ে উঠে। প্রতিবছর দূর্গাপূজার শুরুতে মহালয়ার দিন মন্দির প্রাঙ্গনে বিপুল মানুষের সমাগম ঘটে। মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে দুপুর থেকে বিকেল পর্যন্ত বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শুধু পঞ্চগড় নয়, দিনাজপুর, ঠাকুরগ্াঁওসহ আশপাশের জেলার হাজার হাজার মানুষ আনন্দ সহকারে যোগদান করেন। নদীতে গোসল করে পবিত্র হন। এর্বাও আয়োজনের কমতি ছিল না।

 

বলেশ্বর মন্দিরটি পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত হল্ওে এই মন্দির পরিচালনা কমিটির সভাপতি ঠাকুরগাঁও সদর আসনের সংসদ সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন। রোববারের নৌকা ডুবির ঘটনায় রুহিয়া এলাকার কয়েকজনের সলিল সমাধি ঘটেছে। 

 

এলাকাবাসী জানান, করতোয়া নদীতে চলাচলকারী যে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটির ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী উঠেছিল। নৌকাটি ছিল ইঞ্জিন চালিত। নৌকার মাঝি ছিলেন একজন স্থানীয় একজন বয়স্ক ব্যক্তি। মাঝ নদীতে নৌকাটি যাবার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। এক পর্যায়ে নৌকা উল্টে যায়। আর এতেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। সাধারণ যাত্রীদের সাথে মাঝি নিজে সাতার জানার পরে বাঁচতে পারেননি। তার জীবনের সলিল সমাধি ঘটেছে। নদীধারনা করা হচ্ছে নিখোঁজ বাকি ৪০ জনের কেউই বেঁচে নেই।