ঢাকা, ১৫ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৩০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৯

সৌদি আরবে তুষার-শিলায় ঢেকে গেছে মরুভূমি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩১ ৬ নভেম্বর ২০২৪  

সৌদি আরবে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল এবং উত্তরাঞ্চলীয় সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রপাত, আকস্মিক বন্যা শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।

 

জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স আবহাওয়ার সতর্কতা জারি করেছে। সোমবার পর্যন্ত দেশটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে নাগরিকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

 

শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়, বিশেষ করে রাফা গভর্নরেট এবং এর আশেপাশের এলাকায়। রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক এবং আল জাউফে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

 

শুক্রবার থেকে ভারী তুষারপাতে আল জউফের উত্তরাঞ্চল ঢেকে গেছে। সাকাকা সিটি এবং দুমাত আল জান্দালে কয়েকদিনের শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের পর এই তুষারপাত শুরু হয়। এ অঞ্চলটি অসাধারণ বসন্তের ফুলের জন্য বিখ্যাত, সেখানে এখন অস্বাভাবিক শীতকাল বিরাজ করছে।