ঢাকা, ০১ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৬ শ্রাবণ ১৪৩২
good-food
১৯৯

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া বেশিরভাগই যোগ দিতে পারবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৭ ১০ জানুয়ারি ২০২৫  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান জানিয়েছেন, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে অধিকাংশই আবারো চাকরিতে যোগ দিতে পারবেন।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মোখলেসুর রহমান বলেন, অনেকে গেজেটে বাদ পড়েছেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ না থাকলে চাকরিতে যোগ দিতে পারবেন। 

 

৪৩তম বিসিএসে নিয়োগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৩০ ডিসেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ প্রার্থী। 

 

১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ৯৯ জন। ৪৩তম বিসিএস থেকে মোট বাদ পড়েন ২৬৭ জন।

 

ইতোমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। এ সুযোগ সবার জন্য উন্মুক্ত আছে।