ঢাকা, ০১ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ১৬ আষাঢ় ১৪৩২
good-food
১১৩৮

দেশের কিছু কিছু অঞ্চলে বাড়তে পারে শৈত্য প্রবাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০২ ৩ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেশের কিছু  কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ অব্যাহত আছে এবং তা বাড়তে পারে বলে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এতে বলা হয়, উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা এবং বরিশাল অঞ্চলসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত এবং আরো বিস্তার লাভ করতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং পরবর্তী ৭২ ঘন্টা রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
 

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর