ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩০৩

অক্টোবরেই বাজারে আসতে পারে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৫ ১৭ জুলাই ২০২০  

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বাজারে আসতে পারে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন। এটি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এক বিজ্ঞানী এমন আশাবাদ ব্যক্ত করেছেন। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশার বাণী শোনান তিনি।
ওই বিজ্ঞানী জানান, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ট্রায়ালে খুব ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করি, প্রাণঘাতী ভাইরাস মোকাবেলায় এ ভ্যাকসিন যুগান্তকারী ভূমিকা পালন করবে।
অক্সফোর্ডের ভ্যাকসিনটি মানবদেহে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে প্রয়োগ চলছে। চিকিৎসাবিদরা বলছেন, এ ভ্যাকসিনে দু’টি উপাদান থাকা জরুরি। একটি অ্যান্টিবডি এবং দ্বিতীয়টি ‘টি-সেল’ রেসপন্স তৈরি করা উপাদান। অ্যান্টিবডি শরীরে থাকা ভাইরাস চিহ্নিত করে এবং সেটির বিরুদ্ধে প্রাণপণ লড়াই চালায়। এক পযায়ে ভাইরাসের কার্যকারিতা নষ্ট করে দেয়। 
তারা বলেন, আর ‘টি–সেল’ অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। পাশাপাশি মারণঘাতী ভাইরাসে আক্রান্ত কোষগুলোর ওপরেও কাজ করে এটি। এ উপাদান ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়। হাম, সর্দি-কাশির মতো রোগে এ টি–সেলস অত্যন্ত কার্যকর। করোনার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।
গবেষণায় দেখা গেছে, অ্যান্টিবডি বেশিদিন শরীরে থাকে না। কিন্তু টি–সেল দীঘদিন থাকে। ফের শরীরে ভাইরাস আক্রমণ করলে এটি তা নষ্ট করে দেয়। তাই করোনার টিকাতেও এ টি–সেল থাকা জরুরি। অক্সফোর্ড গবেষকদের তৈরি টিকা যা করতে সক্ষম হয়েছে। 
এদিকে মডার্না, বায়োএনটেক করোনা টিকা তৈরি করে মানুষের শরীরে প্রয়োগ শুরু করেছে। কিন্তু তাদের ভ্যাকসিন এ টি–সেল তৈরি করতে সক্ষম হয়নি। তাই আপাতত সারা দুনিয়া আশা নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দিকেই তাকিয়ে আছেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর