ঢাকা, ২৭ অক্টোবর সোমবার, ২০২৫ || ১২ কার্তিক ১৪৩২
good-food

বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস কোচ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৫ ২৭ অক্টোবর ২০২৫  

গত বছর এপ্রিলে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যোগ দেন ফিটনেস কোচ নাথান কেলি। চুক্তি অনুসারে তার থাকার কথা ছিল আগামী বছর মার্চ পর্যন্ত। তবে সেটা আর হলো না। চুক্তির মেয়াদ ফুরানোর মাস কয়েক আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন কেলি।  জানা যায়, পরিবারের পাশে থাকতে এই সিদ্ধান্ত নিয়েছেন কেলি। মূলত গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সন্তান জন্ম দেন তার স্ত্রী। 

 

তখনই এশিয়া কাপ থেকে অস্ট্রেলিয়াতে উড়াল দেন কেলি। এরপর সন্তান জন্মের পর আর ফেরা হয়নি। ক্রিকেট অপারেশনের সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া থেকেই ই-মেইলের মাধ্যমে চাকরি ছাড়ার চিঠি দিয়েছেন বাংলাদেশের এই ফিটনেস কোচ। 

 

কেলি বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর ফিটনেসের চিত্রটাই বদলে দিয়েছিলেন। চিরাচরিত বিপ বা ইয়ো ইয়ো টেস্ট বাদ ক্রিকেটারদের দিয়ে করান টাইম ট্রায়াল, যেখানে ক্রিকেটারদের দৌড়াতে হয় ১৬০০ মিটার। 

 

এ ছাড়াও ফিটনেসে জাকের-মিরাজদের নিত্য নতুন পরীক্ষা নিয়েছিলেন কেলি। তাতে ক্রিকেটারদের ফিটনেসেও উন্নতি ছিল চোখে পড়ার মতো। শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেসে ভূমিকা রেখেছিলেন নাথান কেলি। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর