ঢাকা, ২৭ অক্টোবর সোমবার, ২০২৫ || ১২ কার্তিক ১৪৩২
good-food
২০

তথ্য উপদেষ্টার বক্তব্যের সঙ্গে একমত নয় অন্তর্বর্তী সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৮ ২৭ অক্টোবর ২০২৫  

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ‘নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে’ বক্তব্যের সঙ্গে একমত নয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দেওয়া মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। তার দেওয়া তথ্য সঠিক নয়।

সোমবার এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

 

প্রধান উপদেষ্টার দপ্তরের উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার প্রেরিত বিবৃতিতে বলা হয়েছে, রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন। যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।

 

বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়। বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।

 

রবিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের মিটিং, সময় ও কাজের বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “এগুলো খুব বড় কিছু, এরকম না। কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এই জিনিসগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে। যেগুলো নভেম্বরে পরে আর করতে পারব না। কারণ নভেম্বরে ক্যাবিনেট মিটিং ক্লোজ হয়ে যাবে। এরপরে নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। আইন প্রণয়নের যেই জায়গাগুলো আছে সেগুলোই আগামী মাসের মধ্যে সমাধান করতে চাই। আর যেগুলো আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে করা সম্ভব, সেগুলো আমরা করে ফেলব।”

 

তথ্য উপদেষ্টার বক্তব্যের সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।