ঢাকা, ২৭ অক্টোবর সোমবার, ২০২৫ || ১২ কার্তিক ১৪৩২
good-food

সালমানের লাশ দেখে সোনিয়া যা ভাবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৮ ২৭ অক্টোবর ২০২৫  

প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় দুই নায়িকার একজন ছিলেন সোনিয়া। এ সিনেমায় তার লিপে ‘নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি’ গানটি সে সময় দারুণ জনপ্রিয়তা পায়। সালমানের সঙ্গে কাজের সূত্রে এ নায়িকার বেশ সখ্যতা ছিল বলেও জানান।

 

তার ভাষ্য, ‘‘সালমানের সঙ্গে কেউ রাগ করে থাকবে সে সুযোগ ছিল না। ও খুব মিশুক ও আবেগী ছিল। সহজে যে কাউকে আপন করে নেওয়ার সক্ষমতা ছিল তার। ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার ‘নীল সাগর পার হয়’ গানটি আমারা চার রাত শুটিং করেছি। এরমধ্যে আমি তিন রাত তার সঙ্গে জেগে থেকে শুটিংয়ে অংশ নিয়েছি। সে সময় সারা রাত শুটিংয়ের বাইরে সালমান সবাইকে মাতিয়ে রাখতেন। আমার কাছে সালমান দারুণ একজন মানুষ ছিলেন।’’

 

এ অভিনেতার সঙ্গে তার আরও একটি সিনেমা হওয়ার কথা ছিল জানিয়ে বলেন, ‘‘আমি ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার পর সালমানের সঙ্গে আরও একটি সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলাম। দুই-একদিন শুটিংও করেছি। কিন্তু তার মৃত্যুর পর সিনেমাটি আর হয়নি।’’

‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় শাবনুর ও সোনিয়া

সালমানের মৃত্যুরদিন সোনিয়া কোথায় ছিলেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘সেদিন প্রয়াত নায়ক মান্না ভাই ও শাহিন আলমের সঙ্গে একটি সিনেমার শুটিংয়ে ছিলাম। অভিনেত্রী চম্পা আপা প্রথম মান্না ভাইকে ফোনে জানান সালমানের মৃত্যুর কথা। তারপর সবাই শুটিং বন্ধ করে আমরা ঢাকা মেডিকেলে সালমানকে দেখতে আসি। তার লাশটি দেখে মনে হয়েছে সে কোনও দুষ্টামি করছে। আমার বারবার মনে হলো, একটু পরেই সালমান বলবে আমি তো সবার সাথ ফ্যান করছিলাম।’’

 

সালমান শাহ নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের বাসায় ২৫ বছর বয়সে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

অভিনেতার মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন।

এরমধ্যে সালমানের মামা আলমগীর কুমকুম সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকসহ ১১জনকে আসামি করে মামলা দিয়েছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর