ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৪০

অন্যের যেসব জিনিস ব্যবহার করলে করোনা ঝুঁকি বাড়ে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৬ ১৩ এপ্রিল ২০২১  

অতিমারির পর থেকে সামাজিক দূরত্ব এবং জীবাণুঘটিত সংক্রমণ নিয়ে সচেতনতা অনেক বেড়েছে। তবুও নিজেদের অজান্তে আমরা অন্যের ব্যবহার করা এমন কিছু জিনিস ব্যবহার করি, যা বিপদ ডেকে আনতে পারে। আপাত একেবারেই ক্ষতিকারক নয় এগুলো। কিন্তু এসব থেকেও হতে পারে করোনা সংক্রমণ।


নিজের কোন কোন জিনিস অন্যকে দেবেন না? অন্যের কী কী জিনিস নিজে ব্যবহার করবেন না? জেনে নিন-


নখ কাটার যন্ত্র
আপাত মোটেই বিপজ্জনক নয় এটি। বন্ধুর বাড়ি গিয়ে দেখলেন, নখে খোঁচা উঠেছে। তার নেল ক্লিপারটা চেয়ে নিলেন। এ তো খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এ থেকেই ছড়াতে পারে করোনা সংক্রমণ। নিজের নেল কাটার যদি অন্য কেউ ব্যবহার করেন, তা ভালো করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেবেন।


দাড়ি কামানোর যন্ত্র
দাড়ি কামানোর ব্লেড বা রেজার তো বটেই, এমনকি অন্যের ট্রিমার ব্যবহার করাও বিপজ্জনক হতে পারে। এতে চুল বা দাড়ির গোড়ার সঙ্গে লেগে থাকে ত্বকের মৃত কোষও। যার মধ্যে থাকতে পারে করোনার জীবাণু। একজনের থেকে যা অন্য জনে সংক্রামিত হতে পারে এসব যন্ত্রের মাধ্যমে।


বার সাবান
করোনা থেকে বাঁচাতে বারবার সাবান দিয়ে হাত ধুচ্ছেন। কিন্তু জানেন কি ওই সাবানও হতে পারে জীবাণুর আঁতুড়ঘর? একজনের ব্যবহার করা বার সাবানে থেকে যেতে পারে তাঁর শরীরের করোনা জীবাণু। অন্য কেউ সেই সাবান ব্যবহার করলে তা সহজেই ছড়িয়ে পড়তে পারে।


তোয়ালে
একইভাবে অন্যের ব্যবহার করা তোয়ালে কখনও ব্যবহার করা উচিত নয়। কারণ, এ থেকেও দ্রুত ছড়াতে পারে করোনা সংক্রমণ।


টুথপেস্ট
অন্যের টুথব্রাশ যে ব্যবহার করতে নেই, তা সবাই জানেন। কিন্তু অন্যের টুথপেস্টও ব্যবহার করা উচিত নয়। ভেবে দেখুন, প্রতিবার টিউব থেকে টুথপেস্ট নেওয়ার সময় ব্রাশের সঙ্গে ঘষা লাগে টিউবের মুখের। আক্রান্ত ব্যক্তির ব্রাশের করোনা জীবাণু থেকে যায় সেখানে। ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর