ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৪০৬

আইএসকে সহায়তা বাংলাদেশি দম্পতির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৯ ১৯ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে ইসলামিক স্টেটকে (আইএস) সহায়তার কথা স্বীকার করেছেন বাংলাদেশি দম্পতি। তারা হলেন শহিদুল গাফ্ফার (৪০) ও নাবিলা খান (৩৫)।

 

ফক্স নিউজ জানিয়েছে, ২০১৫ সালে সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগদান করেন নাবিলার দুই ভাই। তাদের মাধ্যমে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠীটির কাছে অর্থ সরবরাহ করেন গাফ্ফার-নাবিলা দম্পতি। এছাড়া বিভিন্ন উপকরণ পাঠান তারা।

 

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি উইলিয়াম এম. ম্যাকসোয়ান বলেন, আসামিরা নাবিলার দুই ভাইকে কুখ্যাত আইএস-এ যোগ দিতে উৎসাহিত এবং সহায়তা করেন।

গাফ্ফার ও খানকে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড, আড়াই লাখ ডলার জরিমানা এবং ৩ বছর গৃহবন্দি করা হতে পারে।