ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
১৯৮

আবার বাড়ল ডিমের দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১৩ ১০ সেপ্টেম্বর ২০২২  

রাজধানীতে আবার ডিমের দাম বেড়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। অথচ ৪ দিন আগে তা ছিল ১১৫ থেকে ১২০ টাকা। 

 

এ মুহূর্তে যৌক্তিক কোনো কারণ ছাড়ায় দর বাড়িয়েছে ডিম ব্যবসায়ী সমিতি বলে দাবি করছেন বিক্রেতারা। এতে হতাশ ক্রেতারা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর একাধিক বাজারে এ দৃশ্য দেখা যায়।

 

নর্দ্দা বাজারে শরিফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ১ ডজন ডিম কিনলাম ১৩০ টাকায়। গত সপ্তাহে কিনেছিলাম ১২০ টাকায়। মাসে যা রোজগার করি, তা দিয়ে দৈনিক জীবনযাপন করা কঠিন হয়ে গেছে।

 

তবে নতুনবাজারের একটি সুপারশপে ডজনপ্রতি ডিম ১৩৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। সেখানে বিক্রেতা হাসান বলেন, ৪ দিন আগে ১১৫ টাকা ডজন ডিম বিক্রি করেছি। কিন্তু আজ ১৩৫ টাকা করে বিক্রি করতে হচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, এ মুহূর্তে ডিমের উৎপাদন কিংবা সরবরাহে ব্যাঘাত ঘটেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন বেশি দামে ডিম কিনতে হচ্ছে। তাই চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে।