ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
৩৪

আবারও বাড়ল স্বর্ণের দাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৬ ৫ অক্টোবর ২০২৫  

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৯২ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, যা এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

 

শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘোষণা দেয়। নতুন দাম রবিবার থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

 

নতুন দাম (প্রতি ভরি)- ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৮ হাজার ৯১০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা করা হয়েছে।

 

এর আগে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হতো ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায়।

 

রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। এখনো প্রতি ভরি রুপার দাম একই রয়েছে- ২২ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২২৮ টাকা অপরিবর্তিত রয়েছে।