ঢাকা, ১০ জুলাই বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ আষাঢ় ১৪৩২
good-food
৪১

আমার মেয়েটা এত বড় হয়ে গিয়েছে, ম‍্যাট্রিক পাস করেছে: গুলতেকিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫১ ৯ জুলাই ২০২৫  

আমার বড় মেয়ে, নোভা এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে আমাদের কাউকে সঙ্গে নেয়নি। বাসায় ফিরে আসার সাথে সাথে আমি তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি আর বলি, আমার মেয়েটা এত বড় হয়ে গিয়েছে, ম‍্যাট্রিক(আমাদের সময় এটাই বলা হতো) পাস করেছে! শীলার সময়েও একই কথা বললাম। বিপাশা, আমার ছোট মেয়ের রেজাল্টের দিন আমি বাসায় ছিলাম না। রেজাল্ট বের হবে শুনেই বাসায় ফিরে এলাম। কলিং বেলের শব্দ শুনে আমিই দৌড়ে গিয়ে দরজা খুললাম। সেবারও বিপাশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আর বললাম, আমার মেয়েটা এত বড় হয়ে গিয়েছে, ম‍্যাট্রিক পাস করেছে!

 

কিছুক্ষণ পর শীলা কলেজ থেকে ফিরে আমাকে তার ঘরে নিয়ে ফিসফিস করে বললো, তুমি কি ওকে জড়িয়ে ধরে কেঁদেছো? আর কি বলেছ ওকে? আমি তো আর এগুলো মুখস্থ করে রাখিনি। যা মনে হয়েছে তাই বলেছি। শীলা বললো, বাঁচলাম! আমি বলি, কেন? তখন সে বললো, আমাদের দু’জনকেই তো তুমি কাঁদতে কাঁদতে একই কথা বলেছো। ওর ধারণা ওকে তুমি ভালোবাসো না। আর ওর রেজাল্টের পর যদি একই কথা না বলো তাহলে বিপাশার ধারণাই সত্যি হবে।

 

ঐ সময়ে আমরা ব‍্যাক্তিগত কিছু সমস‍্যার মধ্যে ছিলাম।এমনিতেই বাসার পরিবেশ ভালো নেই । তার ওপর আবার বিপাশার এই ধারণা! ভাগ‍্যিশ তিন জনের এসএসসির রেজাল্টের পর একই কথা বলেছিলাম! শুধু মাত্র মুখের কথার যদি এদিক সেদিক হয় তাহলে পরীক্ষার ফল খারাপ হলে কী করতো কে জানে! বৃহস্পতিবার (১০ জুলাই) দেশের এসএসসির রেজাল্ট বের হবে।

 

সবাই তো আর একই ভাবে পরীক্ষা দেয়নি অথবা একই রেজাল্ট হবেনা। এটা ওদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আমি হাত জোড় করে বলছি, আপনারা নিজেদের সন্তানদের একটু আদর ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরুন! তাদের একটু সময় দিন, পছন্দের কোনো খাবার রান্না করুন অথবা যেখানে নিয়ে গেলে তাদের ভালো লাগবে সেখানে নিয়ে যান! প্লিজ, বাইরের কারো সামনে তাদের কিছু বলবেন না যা তাদের মনের ভেতরে আঘাত করবে!

 

এই বয়সে তারা খুব অভিমানী হয়! তারা যেন ভুল করে বা বুঝে দূরে কোথাও চলে না যায়! একটি পরীক্ষা যেন তাদের জীবনে খারাপ প্রভাব না ফেলে! সব মা-বাবা, ভাই-বোন এবং অভিভাবকদের বলছি ওদের একটু সময় দিন। জড়িয়ে ধরে বলুন, “বাবা, আমরা পরের বার আবার চেষ্টা করবো”!